প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
সংবিধান সংস্কার কমিশনের সাথে পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সংস্কার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সদস্যবৃন্দ কয়েকটি পেশাভিত্তিক সংগঠন এবং সংবিধান বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আজ পঞ্চম দিনের মতো অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক শহীদুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম, এফবিসিসিআই প্রতিনিধি নাসরিন বেগম, চৌধুরী মূকিম উদ্দিন কেজে আলী, জামিল উদ্দিন মিল্টন, ইঞ্জিনিয়ার কবির হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন প্রমূখ।
সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ।
কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ জানান, গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত পেশাভিত্তিক সংগঠনসমূহের প্রতিনিধি হিসেবে মতবিনিময়ে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)-এর সহ-সভাপতি ডা. ফয়জুল হাকিম ও সদস্য ডা. মো. হারুন-রশিদ। ওইদিন মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিন, এডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক কে. শামসুদ্দিন মাহমুদ এবং আইন কমিশনের উপদেষ্টা এ কে মোহাম্মদ হোসেন।
সংস্কারের বিভিন্ন দিক নিয়ে গত ১৩ নভেম্বর মতামত দেন ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, মাহফুজ আনাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডা. জাহেদ উর রহমান, দিলীপ কুমার সরকার, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতী আব্দুল্লাহ মাসুম।
সংবিধান সংস্কার কমিশন আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে মতবিনিময় করবেন।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.