শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে অপহরণের ৭ মাস পর অপহৃতা উদ্ধার: অপহরণকারী আটক

স্টাফ রিপোটার :  বিরামপুরে কলেজ ছাত্রীকে অপহরণের ৭ মাস পর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার উত্তরা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে শুক্রবার (১৫ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
উদ্ধারকারী কর্মকর্তা থানার এসআই মামুনুর রশীদ জানান, বিরামপুর পৌর এলাকার মামুদপুর মোড় এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাহুল হোসেন (২০) গত ১৯ এপ্রিল মুকুন্দপুর কোবার মোড় থেকে এক কলেজ ছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যায়। সে সময় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে এসআই মামুনুর রশীদ র‌্যাবের সহায়তায় শুক্রবার ভোরে ঢাকার উত্তরা থেকে অপহরণকারীকে আটক এবং তার দেয়া তথ্যমতে অপহৃতাকে উদ্ধার করেছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক অপহরণকারী ও উদ্ধার অপহৃতাকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

১৬৩ Views
CATEGORIES
Share This

COMMENTS