সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরামপুরে প্রতারনার দায়ে নারীসহ চারজনের অর্থদন্ড

স্টাফ রিপোটার : ভুয়া সংস্থার নাম ব্যবহার করে প্রতারনামীলক ভাবে মানুষের কাছে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগ এক নারীসহ চারজনকে জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।১২ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এই অর্থদন্ড করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার খানপুর এলাকার শাহাবুল ইসলামের ছেলে সবুর হোসেন (৩০), উপজেলার চড়াইভিটা এলাকার আইয়ুব আলীর ছেলে আজিম শাহ (২৭),মৌপুকুর এলাকার মোরশেদ আলমের স্ত্রী মালেকা খাতুন (৩২) এবং গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমোহন পুর এলাকা রঞ্জু মিয়ার ছেলে আবু হানিফ (২৫)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানান, বাংলাদেশ ইউনিয়ন সমাজসেবা সংস্থার নাম ব্যবহার করে কয়েকদিন ধরে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামে সাধারণ মানুষের মাঝে ভুয়াা সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন পণ্যের মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে বিক্রয় করছিল।এছাড়াও স্বাস্থ্যসেবার নামে প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা করে গ্রহন করছিলেন এমন অভিযোগে এলাকাবাসী তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন বলেন , দ্রæততম সময়ের মধ্যে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এক নারীর সহ চারজনকে ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্র জানান, বাংলাদেশ ইউনিয়ন সমাজসেবা সংস্থার নাম ব্যবহার করে কয়েকদিন ধরে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামে সাধারণ মানুষের মাঝে ভুয়াা সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন পণ্যের মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে বিক্রয় করছিল।এছাড়াও স্বাস্থ্যসেবার নামে প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা করে গ্রহন করছিলেন এমন অভিযোগে এলাকাবাসী তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন বলেন , দ্রুততম সময়ের মধ্যে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এক নারীর সহ চারজনকে ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়।

১৫৩ Views
CATEGORIES
Share This

COMMENTS