প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (টাঙ্গাইল): জেলার বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে আজ ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজন ভিক্ষুকের মাঝে এ সব ভ্যান বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যান গুলো বিতরণ করেন।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।
এ সময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.