আফগানিস্তানের কাছে সিরিজ হেরে র্যাংকিংয়ে ৯-এ নেমে গেল বাংলাদেশ
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): গতরাতে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে আফগানিস্তানের পিছনে পড়ে গেল বাংলাদেশ।
গতরাতে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শেষ হবার পর র্যংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আফগানিস্তানের কাছে সিরিজ হেরে এক ধাপ পিছিয়ে অষ্টম থেকে নবমস্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে নবম থেকে অষ্টমস্থানে উঠেছে আফগানরা। তবে দু’দলেরই রেটিং সমান ৮৫ করে। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে গিয়েছে আফগানরা।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের ৮৬ এবং আফগানিস্তানের রেটিং ছিলো ৮৪।
সিরিজে বাংলাদেশ ১টি ম্যাচ জিতে ও ২টিতে হারে। ফলে ১ রেটিং হারায় টাইগাররা। ১টি ম্যাচ হারলেও সিরিজে দুই ম্যাচ জয়ে ১ রেটিং পায় আফগানিস্তান।
গত মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ রেটিং পিছিয়ে ছিল আফগানিস্তান। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগারদের সাথে রেটিং ব্যবধান কমিয়ে আনে আফগানরা।
৭৫ রেটিং নিয়ে টেবিলের দশমস্থানে আছে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আগামী মাসে ক্যারিবীয় সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
র্যাংকিংয়ের শীর্ষে আছে গত বিশ্বকাপের রানার্স-আপ ভারত। ১১৮ রেটিং আছে টিম ইন্ডিয়ার। দ্বিতীয়স্থানে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার রেটিং ১১৩। ১০৯ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে সদ্য অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাওয়া পাকিস্তান।
চতুর্থ থেকে সপ্তমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১০৬ রেটিং), নিউজিল্যান্ড (১০১ রেটিং), শ্রীলংকা (৯৬ রেটিং) ও ইংল্যান্ড (৯২ রেটিং)।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ ১০ দল :
১. ভারত- ১১৮ রেটিং
২. অস্ট্রেলিয়া- ১১৩ রেটিং
৩. পাকিস্তান- ১০৯ রেটিং
৪. দক্ষিণ আফ্রিকা- ১০৬ রেটিং
৫. নিউজিল্যান্ড- ১০১ রেটিং
৬. শ্রীলংকা- ৯৬ রেটিং
৭. ইংল্যান্ড- ৯২ রেটিং
৮. আফগানিস্তান- ৮৫ রেটিং
৯. বাংলাদেশ- ৮৫ রেটিং
১০. ওয়েস্ট ইন্ডিজ- ৭৫ রেটিং
৯১ Views