মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন, সন্ধ্যায় শপথ

উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন, সন্ধ্যায় শপথ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। নতুন করে আরও ৫ জন উপদেষ্টা শপথ নিচ্ছেন। আজ রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

যদিও কারা নতুন উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন সে বিষয়ে এখন কিছু জানা যায়নি।

এদিকে, সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পরেরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।

তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।

১৭৬ Views
CATEGORIES
Share This

COMMENTS