বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজান উপলক্ষ্যে পণ্য আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে আগাম প্রস্তুতি টিসিবি’র

রমজান উপলক্ষ্যে পণ্য আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে আগাম প্রস্তুতি টিসিবি’র

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৈদেশিক আমদানি স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করছে

টিসিবির বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, কোটি লিটার ভোজ্য তেল, ১০ হাজার মে.টন চিনি, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমদানীর মাধ্যমে সারাদেশে পেঁয়াজ আলু বিক্রির পাশাপাশি পবিত্র রমজান মাসে ১০ হাজার মে.টন ছোলা হাজার ৫০০ মে.টন খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করবে

আজ শনিবার রাজধানির তেজগাও শিল্প এলাকায় টিসিবি ঢাকা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সাম্মলনে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের প্রধান টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির এসব কথা বলেন

সংবাদ সাম্মলনে তিনি বলেন, কোটি কার্ডধারীদের পণ্য প্রদানের পাশাপাশি বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের পণ্য প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় বিজিএমই সাথে কাজ করছে টিসিবি। এছাড়াও সরকারের নির্দেশে ঢাকায় ৫০টি স্পটে এবং চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। দরকার হলে এর পরিমাণ আরও বাড়বে বলেও জানান তিনি

এসময় টিসিবির মুখপাত্র বলেন, টিসিবি ফ্যামিলি কার্ড নিয়ে বর্তমানে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। ফ্যামিলি কার্ডের এইসব সমস্যা দূর করার জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করা হচ্ছে, যেন এক পরিবারে এক ব্যক্তির বেশি পণ্য না পায়। পর্যন্ত ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি হয়েছে বলে জানান তিনি

টিসিবির দায়বদ্ধতা হলো, প্রতি মাসে বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশিত পণ্যসমূহ স্থানীয় সম্ভব হলে বৈদেশিক বাজার থেকে ক্রয় করে ডিলারদের নিকট পৌঁছে দেয়া। এরপর বন্টন মনিটরিংসহ সকল দায়িত্ব স্থানীয় প্রশাসনের উপর ন্যাস্ত থাকে। টিসিবির বর্তমান ডিলার সংখ্যা প্রায় হাজার ২৫০ জন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়

১৩ Views
CATEGORIES
Share This

COMMENTS