প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ৮:৪৩ পূর্বাহ্ণ
পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা

রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ইয়ূথ ক্লাব সরকারপাড়া আয়োজিত ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ৮ নভেম্বর শুক্রবার বিকেলে সরকারপাড়া মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত হয়।
খেলায় পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে পরাজিত করে। বিজয়ী দলের সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আয়োজক কমিটির সভাপতি ও বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী আনজুর রশিদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রশিদ বাবলু, সাহেব আলী, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী, সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারন সম্পাদক, পার্বতীপুর ধান আড়ৎ মালিক সমিতি সাধারন সম্পাদক ও থানা বিএনপির গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন ও আজিজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় প্রধান রেফারি পরিচালনা করেন ভুবন চন্দ্র রায়। খেলায় ধারাভাষ্য ছিলেন পার্বতীপুরের কৃতি সন্তান ও উত্তরাঞ্চলের স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.