প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ৯:০৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত
জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধি : "বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইডিইবি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ন্যায়সংগত দাবির বিষয়টি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো ভূমিকা নেয়া হয়নি। আমরা বর্তমান সরকারের নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দুর করার জন্য সহযোগিতা কামনা করছি।
আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলি মোঃ মাসুদ রানা, আইডিইবি'র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আফজালুল হক প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইডিইবির আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, আডিবিইবির কাউন্সিলর প্রকৌশলী মোঃ মোজাফ্ফর হোসেন, হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ বাকাছাপ'র সদস্যবৃন্দ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গ্গোবাল, আনোয়ারা, ও ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.