শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে নকল নবীশদের লাগাতার কলম বিরতি : জাবেদা নকল সরবরাহ বন্ধ প্রায় !

বিরামপুরে নকল নবীশদের লাগাতার কলম বিরতি : জাবেদা নকল সরবরাহ বন্ধ প্রায় !

মোরশেদ মানিক  : সাব-রেজিস্ট্রী অফিসের নকল নবীশদের চাকুরী জাতীয়করনের ১ দফা দাবীতে বিরামপুরে কলম বিরতি চলছে অবিরাম! গত ১৭ অক্টোবর থেকে লাগাতার প্রতি কর্মদিবসে দেশব্যাপী সাব-রেজিস্ট্রী অফিসের বৈষম্যের শিকার নকলনবীশদের চাকুরী জাতীয়করণের ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরেও পালিত হচ্ছে কলম বিরতি। জাবেদা নকল সরবরাহে বিঘ্ন ঘটায় জমি কেনা-বেচাও কমে গেছে। সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, জমির ক্রেতারাও পড়েছে সংকটে। সংকট দ্রুত সমাধানের প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
বিরামপুরের সাব-রেজিস্ট্রার হিমেল বাহার শুভ জানান, নকল নবীশদের লাগাতার কর্মবিরতির কারনে জমির ক্রেতাগনের জবেদা নকল সরবরাহ একপ্রকার বন্ধ আছে। তবে জরুরী বিবেচনায় সীমিত পরিসরে স্থায়ী কর্মচারীদের দ্বারা সরবরাহ করা হচ্ছে। নকল নবীশগন কর্মে যোগদান না করলে জবেদা নকল সরবরাহে সংকট ব্যাপক আকার ধারন করবে।
দলিল লেখক সমিতি বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ বলেন, নকল নবীশদের কলম বিরতির কারনে ক্রেতারা জাবেদা নকল পাবে না; তাই বর্তমানে জমির কেনা-বেচাও কম হচ্ছে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এতে দলিল লেখকগনও আর্থিক সংকটে পড়েছে।
কয়েকটির ব্যাংকের ব্যবস্থাপকগন জানিয়েছেন, সাব-রেজিষ্ট্রি অফিস থেকে জমির ক্রেতাগন জাবেদা নকল না পাওয়ায়, তাদের ঋণ প্রদানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের আহবানে বিরামপুর সাব রেজিস্ট্রী অফিসের সামনে নকলনবীশরা সারিবদ্ধভাবে দাড়িয়ে কর্মসূচি পালন করেন। পরবর্তীতে অফিসে অবস্থান করে কলম বিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, তাজিমুল ইসলাম, প্রিতী রানি ,জাবের আলী, গোলাম মোস্তফা প্রমুখ।
নকল নবীশ গোলাম মোস্তফা বলেন, আমরা বৈষম্যের শিকার। আমাদের বালাম বহি সরকারি, কলম সরকারি, কিন্তু আমরা বে-সরকারি। আমরা কাজ করলে টাকা পাই, কাজ নাই টাকা নাই। ১পৃষ্ঠা বালাম লেখলে ২৪ টাকা মাসে ৩শত পৃষ্ঠা লেখলে টাকা পাই ৭ হাজার ২০০ টাকা। সরকারি ছুটি থাকলে আমরা ছুটি উপভোগ করি কিন্তু টাকা পাইনা, সুযোগ সুবিধা পাইনা,আমরা বৈষম্যের শিকার।
নকল নবীশ জাবের আলী বলেন, সারা দেশের ৫০৩ টি অফিসের ১৬ হাজার ২ শত ৪৫ জন নকল নবীশ আমরা সবাই বে-সরকারি। আমরা কেন এই বৈষম্যের শিকার? এই বৈষম্য দূর করার জন্য আবু সাঈদ, মুগ্ধ সহ হাজারো যোদ্ধা দেশের জন্য প্রাণ দিল।এই বৈষম্য দূর করে আমাদের চাকরি জাতীয়করণের জন্য ১ দফা ১ দাবি আদায়ের কলম বিরতি চলছে। তিনি আরও বলেন, আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে অন্তর্র্বতীকালীন সরকারের নিকট আকুল দাবী জানাচ্ছি।
নকল নবীশদের কলম বিরতির কারণে দিশেহারা জমির ক্রেতাগন। জমির ক্রেতা সোহাগ বলেন,গত ৪ সপ্তাহ ধরে বিরামপুর সাব-রেজিস্ট্রী অফিসে জাবেদা নকল তুলতে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। নকল নবীশদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এ সমস্যার দ্রুত সমাধান করার আহবান জানান তিনি।
মোস্তফা হাসান বলেন, কলম বিরতির কারণে আমরা নকল তুলতে পারছি না, জমির জবেদা নকল ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন সহযোগিতা করতে পারছে না।

৯৭ Views
CATEGORIES
Share This