প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
বিরামপুরে কৃষি দপ্তরের আয়োজনে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোটার : দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৪ শত ১০ জন কৃষকদের মাঝে সরিষা, গম, ভূট্রা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ, অড়হড় বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে।
৬ নভেম্বর বুধবার উপজেলা চত্বরে উপস্থিত চাষীদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল চন্দ্র চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ১ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষী প্রতিজনের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ২ হাজার ৪ শত দশজন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পর্যায়ক্রমে গম, ভূট্রা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় বীজ ও সার বিতরণ অব্যাহত থাকবে।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.