শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: ফ্লোরিডায় একটি নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাননি তিনি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে তার রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা উপস্থিত আছেন।

ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।

তিনি বলেন, ‘এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।’

সর্বশেষ ট্রাম্পের খাতায় ২৪৬ ইলেক্টরাল ভোট যোগ হয়েছে – নির্বাচনে জয়ের জন্য তাঁর প্রয়োজন ২৭০।

অন্যান্য সুইং স্টেট – পেনসিলভানিয়া, মিশিগান, উইসকন্সিন, নেভাদা ও অ্যারিজোনায় ভোট গণনা চলছে। এই পাঁচটি রাজ্যের সবগুলিতেই ৫০ শতাংশ বা আরও বেশি ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে ছিলেন।

ডেমোর্ক্যাট দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের সম্ভাবনা প্রতি ঘণ্টায় ক্ষীণ মনে হচ্ছে।

৭৩ Views
CATEGORIES
Share This

COMMENTS