প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ
অংশীদারিত্ব চুক্তি : বাংলাদেশ-ইইউ দুই দিনব্যাপী বৈঠক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার ঢাকায় দুই দিনব্যাপী প্রথম প্রারম্ভিক বৈঠক শুরু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ দলের নেতৃত্ব দেন এবং ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসেসের এশিয়া ও প্যাসিফিক ডিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পামালনি।
বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইইউতে স্থায়ী প্রতিনিধি মাহমুদ হাসান সালেহ এবং ব্রাসেলস থেকে ইইউ কর্মকর্তারা ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন।
প্রাতিষ্ঠানিক বিধান, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, শাসন ও মানবাধিকার, ন্যায়বিচার, এবং বাণিজ্য ও বাণিজ্য-সম্পর্কিত বিষয়ে সহযোগিতা সহ তিনটি ক্লাস্টারড অধিবেশন জুড়ে জড়িত আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে বাকি বিষয় নিয়ে আরও আলোচনা হবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.