রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নাই : স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন

বিএনপি নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নাই : স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন

স্টাফ রিপোটার :  বিএনপির নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নাই , সকলকে জনকল্যানে নিয়োজিত হতে হবে। সরকার গঠন করতে জনগনের রায় নিতে, তাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে সৌহাদ্য বাড়াতে হবে। ২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির আয়োজনে ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাত আল মামুন, ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল সহ আরও অনেকেই বক্তব্য দেন।

১৭৩ Views
CATEGORIES
Share This