প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ণ
বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোটার : ১নভেম্বর (শুক্রবার) নানা আয়োজনে বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা হয়েছে। এসময় শপথ বাক্য পাঠ, প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা ও যুব ঋণের চেক বিতরন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভুমি) নাজিয়া নওরীন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজ্জাশী, যুব সংগঠক হাসানুজ্জামান দেওয়ান। অনুষ্ঠানে যুব প্রশিক্ষনার্থী, উপকারভোগী ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.