প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ
স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান।
তিনি বলেন, স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.