শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে পুলিশী অভিযানে দুই নারীসহ ৪ ছিনতাইকারী আটক

বিরামপুরে পুলিশী অভিযানে দুই নারীসহ ৪ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোটার : বিরামপুর থানার ওসি মমতাজুল হকের নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই চক্রের দুই নারীসহ ৪ জনকে আটক করেছে। ৩০ অক্টোবর (বুধবার) তাদের রিমান্ড আবেদন সহ দিনাজপুর পুলিশ কোর্টে সোপর্দ করেছেন থানা পুলিশ।
ছিনতাই হওয়া অটোরিক্সার মালিক আনারুল ইসলাম বুধবার (৩০ অক্টোবর) বিরামপুর থানায় একটি মামলা করেছেন। তিনি জানান, গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধায় হাবিবপুর বাজারে সালমা আক্তার পাখি (২৮) নামে এক নারী আনারুলের অটোরিক্সা রিজার্ভ নিয়ে ধানঘরা গ্রামে যাওয়ার কথা বলে। ধানঘরা ও বেপারীটোলার মধ্যস্থলে পাকা রাস্তায় যাওয়া মাত্রই আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন পথ রোধ করে আনারুলকে মারপটি করে বেঁধে রেখে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় মামলার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ওসি মমতাজুল হকের নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে সালমা আক্তার পাখি, জহুরা খাতুন ও তার স্বামী মোশারফ হোসেন লুৎফর এবং আব্দুল আলিম নামে ৪ জনকে আটক করে।
থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামীদের তথ্য উদঘাটনে ৭ দিনের রিমান্ড আবেদনসহ ৩০ অক্টোবর (বুধবার) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

৯৪ Views
CATEGORIES
Share This

COMMENTS