রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা দিলেন জ্বালানি উপদেষ্টা

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা দিলেন জ্বালানি উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম আসন্ন শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করেছেন।

আজ উপদেষ্টার দপ্তরের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে নভেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে
সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

৯০ Views
CATEGORIES
Share This

COMMENTS