সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ নিম্নচাপে পরিণত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ নিম্নচাপে পরিণত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমউত্তরপশ্চিম দিকে সরে গেছে এবং ঘূর্ণিঝড়ডানা’- পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে আজ ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে কথা বলা হয়েছে

ঘূর্ণিঝড়টি আজ ভোর ৬টায় চট্রগ্রাম বন্দর থেকে প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬শ২০কিলোমিটার পশ্চিমদক্ষিণপশ্চিমে, মংলা বন্দরের ৬শ৯৫ কিলোমিটার দক্ষিণদক্ষিণপূর্বে এবং পায়রা বন্দর থেকে ৬শ৪৫ কিলোমিটার দক্ষিণদক্ষিণপূর্বে অবস্থান করছিল

এটি আরো ঘণীভূত হয়ে পশ্চিমউত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ৬২ কিলোমিটার। যা দমকাঝড়ো হাওয়াসহ ৮৮ কিলোমটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘুর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকতে পারে

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা পায়রা সমুদ্র বন্দরগুলোকে দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের মধ্যে নিরাপদ আশ্রয় নিতে পারে

৪৫৪ Views
CATEGORIES
Share This

COMMENTS