রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎসাধীন স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালেও দাপ্তরিক কাজ করছেন

চিকিৎসাধীন স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালেও দাপ্তরিক কাজ করছেন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ হাসপাতালে চিকিৎসাধীন থেকেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন

স্থানীয় সরকার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৬ অক্টোবর বুধবার রাজধানীর একটি হাসপাতালে হাসান আরিফের দেহে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে তাকে কেবিনে স্থানান্তরিত করা হলে তিনি তখন থেকে তার অধীনস্থ মন্ত্রণালয়দ্বয়ের দাপ্তরিক কার্য সম্পাদনে মনোযোগী হন।

গত ১৮ অক্টোবর থেকে উপদেষ্টা স্থানীয় সরকার, পল¬ উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের জরুরি নথিপত্রে স্বাক্ষর করছেন।
উপদেষ্টার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্য সম্পাদনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য তিনি উভয় মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করছেন

৪১৩ Views
CATEGORIES
Share This

COMMENTS