প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সীতাকুণ্ডে ‘কৃষক বাজার’ চালু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (চট্রগ্রাম): ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের সুলভে কিনতে পারার সুবিধা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে চালু হয়েছে ‘কৃষক বাজার’।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি অফিস ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় পৌর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়।
কৃষক বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তাহমিন আরজু, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি ইমরান হোসেন ও সীতাকুণ্ড সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের কর্মকর্তা আবুল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর লক্ষ্যে সরকারের পদক্ষেপ হিসেবে সীতাকু-ের ব্যস্ততম এলাকা পৌরসভা কার্যালয় ভবনের সামনে ‘কৃষক বাজার’' চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যসত্ত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।’
তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রেতারাও ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারছে না। আমরা প্রতিটি পণ্যের মূল্য এমন ভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।’
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.