সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক

এই টেস্ট খেলতে নামার আগে ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ২৭টি হাফসেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছিলেন মুশফিক। হাজার রান থেকে ৩৯ রান দূরে ছিলেন তিনি

ম্যাচের প্রথম ইনিংসে ১১ রানে আউট হন মুশফিক। ফলে হাজার রান পূর্ণ করতে ২৮ রান প্রয়োজন পড়ে তার। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের প্রথম বিশে^ ৭৪তম ব্যাটার হিসেবে হাজার রানের মালিক হন এই ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও মুশফিকের।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পর্যন্ত ৯৩ ম্যাচের ১৭২ ইনিংসে মুশির ঝুলিতে আছে ৬০০৩ রান।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৭০ ম্যাচে ১০টি শতক ৩১টি অর্ধশতকে ৫১৩৪ রান করেছেন তামিম

তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ৫টি শতক ৩১টি অর্ধশতকে ৪৬০৯ রান আাছে সাকিবের

১৩টি সেঞ্চুরি ১৯টি হাফসেঞ্চুরিতে ৬৬ ম্যাচে ৪২৬৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মোমিনুল হক

৪৪৬ Views
CATEGORIES
Share This

COMMENTS