
বিজিএমইএ প্রশাসকের কাজে যোগদান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনিযুক্ত প্রশাসক মো. আনোয়ার হোসেন সোমবার বিজিএমইএ কমপ্লেক্সে তার কার্যালয়ে কাজ শুরু করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির কার্যালয়ে আসলে বিজিএমইএ মহাসচিব ফয়জুর রহমান এবং অন্য কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
এরপর আনোয়ার হোসেন বিজিএমইএ কার্যালয়ের বিভাগীয় প্রধানদের সাথে বৈঠক করেন এবং করণীয় বিষয়ে বিভিন্ন দিক–নির্দেশনা দেন।
এরআগে ২০ অক্টোবর বিজিএমইএর প্রশাসক হিসেবে মো.আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান সাক্ষরিত একটি আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়।
৪২৬ Views