সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর

পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি ৩০ অক্টোবর

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির আগামী ৩০ অক্টোবর।

রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের আনা এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে একটি হাইকোর্ট বেঞ্চ  গত ১৯ আগস্ট রুল জারি করে। সেদিন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট শরীফ ভূঁইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। সেই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ ছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

৪২২ Views
CATEGORIES
Share This

COMMENTS