প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ
নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মতামত আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।
এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিম্নোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
নিম্নোক্ত ই-মেইল, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে মতামত দেয়া যাবে -
ই-মেইল: feedback@erc.ecs.gov.bd, ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd ও ফেসবুক পেইজ:www.facebook.com/ercbd2024
উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' গঠন করে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.