সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে কথায় কথায় তার বিরোধীদের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতেন

এটর্নি জেনারেল বলেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দেয়া বক্তব্য গুলো এক্সামিন করলে দেখবেন উনার নিজের বক্তব্য ছিল সাহস থাকলে আদালতে বিচারের মুখোমুখি হতে। এখন আদালতে বিচারের মুখোমুখি হওয়া উনার জন্যও ভালো। এটা উনার দর্শনও ছিল। উনি হয়তো তাই করবেন বলে মনে করেন এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল আজ তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন

এটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইন দ্বারা গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রত্যেক আসামির উচিৎ আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া। গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে এটর্নি জেনারেল বলেন, প্রসিকিউশন যদি আসামির অবস্থান নিশ্চিত হন সেক্ষেত্রে তাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও ফিরিয়ে আনা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে সংশ্লিষ্ট দেশের সাথে ইন্টারপোলের এখতিয়ার রয়েছে কিনা

এক প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহালের মধ্য দিয়ে বিচারবিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল

তিনি বলেন, অবশ্যই আজকের রায়টি বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার ক্ষেত্রে মাইলফলক ঐতিহাসিক হয়ে থাকবে। আজকের এই রায়ের ফলে বিচারবিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালনের একটা জায়গায় গেলো এবং বিচারবিভাগ দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে বেরিয়ে এলো

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফেরা প্রসঙ্গে এটর্নি জেনারেল বলেন, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর ঐতিহাসিক একটি দায়িত্ব অর্পিত হলো।

এটর্নি জেনারেল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়রিভিউআবেদন অনেক আগেই  ফাইল করা হয়। রিভিউতে ৯৪ টি গ্রাউন্ড পেশ করা হয়। আমরা এই ৯৪ টি গ্রাউন্ড এক্সামিন করেছি, পূর্ণাঙ্গভাবে পড়েছি। আমাদের কাছে মনে হয়েছে ৯৪ টি গ্রাউন্ডের মধ্যে একটি গ্রাউন্ডও মামলা রিভিউ হওয়ার মতো গুড গ্রাউন্ড না। আমরা আদালতকে বলেছি গ্রাউন্ডগুলো আমরা উপস্থাপন করবো না

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করারিভিউআবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বাতিল থেকে উপঅনুচ্ছেদ পুনর্বহাল (রিস্টোর) করে প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায় দেন। এই রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রইলো এবং বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরল বলে জানান আজ শুনানিতে অংশ নেয়া সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আদালতে রিটকারি পক্ষের শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর আদালতের অনুমতি নিয়ে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল

১৭৭ Views
CATEGORIES
Share This

COMMENTS