প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছর আগে লন্ডনের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করার অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন।
দলটির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এ মামলার সাক্ষ্য দিতে দীর্ঘদিন কোন সাক্ষী আসেননি। এজন্য আসামিপক্ষে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করায় শুনানি শেষে আদালত ২৪৭ ধারায় তাদেরকে মামলা থেকে খালাস দেন।
এরআগে ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.