প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ১:৩২ অপরাহ্ণ
বিরামপুরে সাঁওতাল কণ্যা শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক ভাদরা আটক

স্টাফ রিপোটার : বিরামপুর উপজেলার পল্লীতে সাঁওতাল পরিবারের ৫বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে ১৮অক্টোবর (শুক্রবার) বিরামপুর থানায় মামলা হয়েছে। থানার ওসি মমতাজুল হকের নির্দেশে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক নিরঞ্জন হাঁসদা (ভাদরা)কে আটক করে, একই দিনে ধৃত আসামীকে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে পাঠিয়েছেন। মামলা নং ১৩।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার গংগাদাসপুর গ্রামের সাঁওতাল (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) পরিবারের ৫ বছর বয়সী এক কণ্যা শিশু গত বুধবার বিকেলে (১৬অক্টো:) বাড়ির পাশে খেলছিল। এসময় একই গ্রামের রমেশ হাঁসদার ছেলে ২২ বছর বয়সী নিরঞ্জন হাঁসদা (ভাদরা) শিশুটিকে কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষনের সময় শিশুর চিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। গুরুত্বর আহতবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শিশুটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ১৮অক্টোবর (শুক্রবার) বিরামপুর থানায় মামলা করেছেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.