শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৫-২৬ এ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের আয়োজক পার্থ

২০২৫-২৬ এ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের আয়োজক পার্থ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: ২০২৫-২৬ মৌসুমে এ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট পার্থে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের ৪০ বছরের ইতিহাসে ব্রিসবেন থেকে সিরিজ শুরু করার রেকর্ড থেকে বেরিয়ে আসলো এ্যাশেজ।
আগামী বছর ২১ নভেম্বর পার্থ স্টেডিয়ামে ঐতিহাসিক এ্যাশেজ সিরিজ শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে ব্রিসবেনের গাব্বায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ক্রিসমাস পূর্ববর্তী টেস্ট অনুষ্ঠিত হবে এ্যাডিলেডে। ঐতিহ্যবাহী বক্সিড ডে টেস্ট মেলবোর্নে ও নতুন বছরের শুরুতে সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
পার্থের নতুন ভেন্যুতে এ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট এই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৭ সালে সর্বশেষ পুরনো ভেন্যু ওয়াকাতে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ১৮৮২ সালের পর থেকে অষ্টম অস্ট্রেলিয়ান ভেন্যু হিসেবে পার্থ স্টেডিয়ামে এ্যাশেজ টেস্ট আয়োজিত হতে যাচ্ছে। ১৯৮৬ সালের পর থেকে এ্যাশেজ সিরিজ শুরু হতো ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে ৪ ডিসেম্বর কৃত্রিম আরোতে দিবা রাত্রির দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে।
২০২৫/২৬ মৌসুমে এ্যাশেজ টেস্ট সিরিজের সূচী :
প্রথম টেস্ট : পার্থ, ২১-২৫ নভেম্বর, ২০২৫
দ্বিতীয় টেস্ট : ব্রিসবেন (দিবা-রাত্রি), ৪-৮ ডিসেম্বর
তৃতীয় টেস্ট : এডিলেড, ১৭-২১ ডিসেম্বর
চতুর্থ টেস্ট : মেলবোর্ন, ২৬-৩০ ডিসেম্বর
পঞ্চম টেস্ট : সিডনি, ৪-৮ জানুয়ারি, ২০২৬

১৯৩ Views
CATEGORIES
Share This

COMMENTS