রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে সবজির দাম চড়া: চালান যাচ্ছে রাজধানীতে

বিরামপুরে সবজির দাম চড়া: চালান যাচ্ছে রাজধানীতে

স্টাফ রিপোটার :  দিনাজপুরের অন্যতম বৃহত সবজির বাজার বিরামপুরে পাইকারী ও খুচরা বেচা-কেনায় সবজির দাম অনেক বেড়েছে। উপরন্ত এখান থেকে পাইকারী দরে সবজি কিনে রাজধানীসহ বিভিন্ন জেলায় চালানের কারণে খুচরা বাজারেও ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজি । স্থানীয় প্রশাসন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশী দাম না নেওয়ার জন্য আড়ৎদার ও দোকানীদের সতর্ক করেছেন।
বিরামপুর নতুন বাজারে বুধবার (১৫ অক্টোবর) খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানীরা বেগুন ৮০-১০০টাকা, করলা ১০০-১১০টাকা, পটল ৬০ টাকা, ঢেড়ষ ৭০ টাকা, মুলা ৪০ টাকা, মুখি কচু ৫০ টাকা কেজি দরে এবং লাউ প্রতিপিচ ৬০-৭০ টাকা দরে বিক্রি করছেন। দোকানীরা জানান, গত তিন সপ্তাহ আগেও এই দর প্রায় অর্দ্ধেক ছিল। বিভিন্ন জেলায় বন্যা ও রাজধানীতে বেশি দাম পাওয়ায় পাইকাড়রা বিরামপুর থেকে প্রতিদিন শত শত মন সবজি কিনে নিয়ে যাচ্ছে। একারণে স্থানীয় বাজারেও সবজির দাম বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, খরিপ-২ মৌসুমে লাগানো ১১৫ হেক্টর জমির উৎপাদিত সবজি এখন বাজারে বেচাকেনা চলছে। অনেক জমিতে আগাম জাতের শীতকালীন সবজির চাষ করা হচ্ছে। এছাড়া এক হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষের প্রস্তুতি চলছে। এই সবজি বাজারে আসতে এক/দেড় মাস সময় লাগবে। নতুন সবজি উৎপাদিত হলে বাজারে দাম কমে আসবে।
সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন জানান, বাজারে কম মুনাফায় সবজি বিক্রি করার ব্যাপারে আড়ৎদার ও দোকানীদের উদ্বুদ্ধ এবং বেশি দাম না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

২১৮ Views
CATEGORIES
Share This