প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ
পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মানকে সতেজ রাখে : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা
স্টাফ রিপোর্টার : ১৬ অক্টোবর বুধবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ স্পোটর্স ভিলেজ প্রাঙ্গণে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসেন, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক ও কাবাডী পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নেজামুল ইসলাম। বিভিন্ন খেলার বিচারক হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ ওবায়েদুর রহমান, আক্তারুল ইসলাম রাঙ্গা, মশিউর রহমান, মোতাহার হোসেন, মোর্শেদুর রহমান মোর্শেদ, কাবাডি খেলোয়াড় মোঃ আনোয়ারুল ইসলাম ও মোঃ কামরুজ্জামান। কাবাডি প্রতিযোগিতার (বালিকা) চ‚ড়ান্ত খেলায় চিরিরবন্দর বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাহারোল তরকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। দ্বিতীয় কাবাডি প্রতিযোগিতা (বালক) খেলায় জি.এম পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চিরিরবন্দর সুখীপুর উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। প্রধান অতিথি দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা মনকে সতেজ রাখে। অসামাজিক কর্মকান্ডে জড়িত না হতে শিক্ষার্থীদের মাঠমুখী হতে হবে। দিনাজপুরের লিটন দাস সারাবিশ্বে ক্রিকেট খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেছে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা চাই তোমরাও বিভিন্ন খেলাধুলায় নিজেকে প্রতিষ্ঠিত করতে খেলাধূলার চর্চা করে যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের শরীরচর্চা শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন। এছাড়াও তিনি প্রধান শিক্ষক, খেলা পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.