প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ১,২১৩ মামলা, ২০ লাখ টাকার বেশি জরিমানা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১,২১৩টি মামলা ও ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, অভিযানকালে ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.