সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি রফিক, মহাসচিব সাত্তার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মহাসচিব আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন মিয়া।

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সারাদেশে থেকে আসা ৩৫১ কাউন্সিলরের ভোটে নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।  পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট হবে।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আজ এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান সরদার। নিবার্চন পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান ভূঞা।

কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাসসের বিশেষ প্রতিনিধি দিদারুল আলম দিদার।

৪০০ Views
CATEGORIES
Share This

COMMENTS