শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ডিম দিবস

স্টাফ রিপোর্টার : “ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালীটির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম। এছাড়া র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা ও উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। র‌্যালীটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিন শেষে বালুবাড়ীস্থ প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম। আলোচ্যক হিসেবে আলোচনা করেন কৃত্রিম প্রজনন এর উপ-পরিচালক ড. মাহফুজা খাতুন ও জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ও অনুষ্ঠানের সঞ্চালনা করে ইউএলও ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদকার সংরক্ষন দপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও মুরগি খামারীবৃন্দ, মুরগীর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, ডিম বিক্রেতা, বিভিন্ন ঔষধ কোম্পানীর সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম বলেন, ডিম একটি পুষ্টিকর খাদ্য। আপনার সন্তানদের ফাস্ট ফুট বা জ্যাক ফুট না খাইয়ে প্রতিদিন অন্তত ১টি করে ডিম খেতে দিন। এতে যেমন মেধার বিকাশ ঘটবে তেমনি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে জেলাপ্রাণি সম্পদ কর্মকর্তার উদ্যোগে বিভিন্ন স্কুলে গিয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো হয়। এছাড়া সাধারন মানুষের মাঝে ডিম খাওয়ানোর বিষয়টি সচেতনতার লক্ষ্যে রঙিন গেঞ্জি বিতরণ করা হয়।

২৮৭ Views
CATEGORIES
Share This

COMMENTS