প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ
নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
![]()
নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা : "আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ শেফা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সভায় শিক্ষক, শিক্ষার্থী ,সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.