রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পুঁজিবাজারে টেকসই সংস্কার নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার

পুঁজিবাজারে টেকসই সংস্কার নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কার নিশ্চিত করা ও তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য নিরাপত্তা জোরদার করেছে।
আজ রোববার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীর মধ্যে বিএসইসি ভবনে অনুষ্ঠিত  এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। সশস্ত্র বাহিনী বিএসইসিকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলেও বৈঠকে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএসইসি সরকার ঘোষিত গুরত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) অন্তর্ভুক্ত। বিএসইসির সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিতে আগারগাঁও শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা সহায়তা করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।

২৪৮ Views
CATEGORIES
Share This

COMMENTS