রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতের দিনাজপুর দক্ষিণ জেলা বিরামপুরে ৩ শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিলেন

জামায়াতের দিনাজপুর দক্ষিণ জেলা বিরামপুরে ৩ শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিলেন

মোঃ নজরুল ইসলাম, স্টাফ রিপোটার :  ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নবাবগঞ্জ উপজেলার একজন ও হাকিমপুর উপজেলার দুই শহীদের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সাথে মত বিনিময় ও সূধি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ জেলা শাখা।
বিরামপুর সরকারি কলেজ চত্বরে সোমবার (৭ অক্টো:) সমাবেশে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। জেলা সেক্রেটারী সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিনাজপুর উত্তর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক নজরুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য আব্দুল মালেক, আসাদুজ্জামান সুজন ও ফরিদুল ইসলাম প্রমূখ। সভা শেষে তিন শহীদের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

৫৬৯ Views
CATEGORIES
Share This