প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ
সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধের পাশাপাশি পর্যটকের সংখ্যা সীমিত করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, প্রবাল দ্বীপ দেশে একটিই আছে, তাই একে রক্ষা করতে হবে।
তিনি আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
পরে হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সেন্টমার্টিনের পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়।
রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন, কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের নির্দেশিকাগুলো মানতে হবে। এছাড়া, পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক, ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সেন্টমার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই। দ্বীপটিকে একটি কোলাহলমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.