শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য সম্প্রচার উপদেষ্টা মো/ নাহিদ ইসলাম গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন
তথ্য উপদেষ্টা আজ এক শোকবার্তায় বলেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন রাজনীতির পাশাপাশি চিকিৎসক হিসাবেও তাঁর সুখ্যাতি রয়েছে তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একসময় বিটিভিতে তাঁর উপস্থাপিতআপনার ডাক্তারঅনুষ্ঠানটি খুবই জনপ্রিয় ছিল তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন স্বনামধন্য চিকিৎসক রাজনীতিবিদকে হারালো
তথ্য সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন) প্রবীণ এই রাজনীতিবিদ ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১ জুন পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং কয়েক দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি ২০০৪ সালে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্ব পালন করেন

২০১ Views
CATEGORIES
Share This

COMMENTS