রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকিব ও তার  স্ত্রীর ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে বিএফআইইউ

সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের বিবরণ চেয়েছে বিএফআইইউ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ এবং অন্য পাঁচ ব্যক্তির হিসাবের বিবরণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ্যান্টি-মানি লন্ডারিং এজেন্সি আজ এক চিঠিতে ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সকল ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থার বিভিন্ন হিসাবের তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করেছে।
অন্য পাঁচজন হলেন আবুল কালাম মাদবর, মোহাম্মদ নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কনিকা আফরুজ ও কাজী সাদিয়া হাসান।
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে এর আগে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার সংক্রান্ত বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৫৭ Views
CATEGORIES
Share This

COMMENTS