রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে নবাগত ওসি মমতাজুল হকের আমন্ত্রনে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোটার  : বিরামপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে , সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে, প্রশাসন ও সাংবাদিকগন পরস্পর পরস্পরকে সহযোগিতার প্রত্যয়ে বিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের আমন্ত্রণে মতবিনিময় হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার রাতে বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) নির্বাচিত কমিটির সদস্যদের সাথে তিনি মত বিনিময় করেন।
সাধারণ মানুষের জান মাল রক্ষা নিশ্চিত করন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা, মানবিকভাবে সামাজিক কল্যাণ সাধন, সামাজিক মূল্যবোধ জোরদারকরন সহ নানা বিষয়ে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উত্তরবাংলা ব্যুরো প্রধান ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরল হক, সহ-সভাপতি আব্দুল কাফি,যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, অর্থ ও দপ্তর সম্পাদক জাহিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক একলাছুর রহমান, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ অন্তর, কার্যনির্বাহী সদস্য, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, রিয়াজুল ইসলাম, সাবেক সভাপতি মোবারক আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক সহ আরো অনেকে।

২৬৮ Views
CATEGORIES
Share This

COMMENTS