প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৭:০৭ পূর্বাহ্ণ
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোটার : ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে।
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। প্রকাশ,গত ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দিনাজপুর থেকে প্রকাশিত আজকের প্রতিভা পত্রিকায় প্রকাশিত" নীরব চাঁদাবাজি জন্য দিনাজপুরের বিরামপুর বিএনপির ভাব মূর্তি নষ্ট করছে একটি চক্র" শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রতিবাদ জানিয়েছেন বিরামপুর পৌর ও উপজেলা বিএনপি। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপির দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেন বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিতে বক্তব্য পাঠ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু তিনি তার বক্তব্যে বলেন, দিনাজপুর থেকে প্রকাশিত আজকের প্রতিভা পত্রিকায় তাকে এবং তার দল বিএনপিকে জড়িয়ে যে বিভ্রান্তিমূলক সংবাদ ছাপিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে তার তীব্র প্রতিবাদ জানান। তৎকালীন স্বৈরাশ শাসক ফেস্টিক সরকারের হালুয়া রুটি খাওয়া হলুদ সাংবাদিকতার প্রতিফলন, পত্রিকায় প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানান। সঠিক তদন্ত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি উদ্ধত আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর আলম,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজ, সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.