শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষকেরা এখনো ৩য় শ্রেনীর কর্মচারী !! মর্যাদার দাবিতে বিরামপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকেরা এখনো ৩য় শ্রেনীর কর্মচারী !! মর্যাদার দাবিতে বিরামপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :  শিক্ষকেরা এখনো ৩য় শ্রেনীর কর্মচারী ; বেতন বৈষম্য নিপাত যাক, প্রাথমিক শিক্ষক মুক্তিপাক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে বিরামপুরে মানবন্ধন হয়েছে।
দিনাজপুরের বিরামপুরে ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকা মোড়ে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বয়ক জাহিদুল ইসলামের পরিচালনায় ১দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন স্মারকলিপিটি গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- প্রাথমিক শিক্ষকরা মানব গড়ার কারিগর, কিন্তু তাদের পদমর্যাদা তৃতীয় শ্রেণীর কর্মচারী; যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ। বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মাহফুজুর রহমান, এ এফ এম বেনজির, নুর আলম সিদ্দিক, রবিউল ইসলাম, আব্দুল করিম, শিমুল কুমার, মনজের আলী , রাবেয়া বেগম, আব্দুর রহিম, মিলন কুমার প্রমুখ। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বিরামপুরে মহান প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবীর প্রতি বতর্মান সরকার দ্রæত সময়ের মধ্যে উদ্যোগ নেবেন এমনটায় প্রত্যাশা করেছেন-বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, সাংবাদিক আবু তাহের, মাহমুদুল হক মানিক, নূরে আলম সিদ্দিকী, ইব্রাহিম মিয়া সহ অনেকে ।

১৮ Views
CATEGORIES
Share This