শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানী শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানী শুরু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (দিনাজপুর): জেলার হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে।  মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান  আলু আমদানী করেছে। দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানী-রপ্তানি কারক অ্যাসোয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী গতকাল বুধবার রাত ১০টায়এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আমদানী কারক ব্যবসায়ীরা  আলু আমদানী করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮ টা পর্যন্ত ৫ টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে।
টন প্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হচ্ছে,  যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে বলে জানান হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, আমদানী কারকেরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি ধরে আমদানী করা আলু বিক্রি করবেন।
খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেই খুচরা ব্যবসায়ীদের পুষিয়ে যাবে।
হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট পারভেজ হোসেন বলেন,ভারত সরকার যেহেতু আলুর ক্ষেত্রে শুল্ক কমে দিয়েছেন দেশে আলুর বাজার উদ্ধগতি  চলমান রয়েছে। এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে আলু আমদানী করতে ব্যবসায়ীদের অনুমতি দিয়েছেন। বাজারে আমদানী বাড়লে আলুর বাজার দর নিয়ন্ত্রণ থাকবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।সে কারণেই ভারত থেকে ব্যবসায়ীরা দীর্ঘ আড়াই মাস পর গতকাল বুধবার ৫ টি ট্রাকে এ আলু আমদানী করেছেন। সর্বশেষ গত ৮ জুলাই ভারত থেকে আলু আমদানী করা হয়েছিল। বর্তমানে ভারতে আলু মূল্য কম থাকায় দিনাজপুরসহ দেশের অন্যান্য জেলা ও ঢাকা রাজধানী থেকে ব্যবসায়ীরা আলু আমদানীর উপর গুরুত্ব দিয়ে আমদানী করতে উৎসাহ দিচ্ছেন।
আমদানী করা আলু আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন জেলায় পাইকারেরা নিয়ে যাবে। আমদানী করা আলুর বাজার দর গত আড়াই মাস আগে আমদানী করা আলু থেকে অনেক কম মূল্য হবে। বর্তমানে কম মূল্যে আমদানী করা আলুর বাজার ধরে  চাহিদা থাকলে আবারো আলু আমদানী করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেন।

Views
CATEGORIES
Share This

COMMENTS