প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১:১০ অপরাহ্ণ
হোয়ে ইউন জিওং বাংলাদেশে এডিবি’র নয়া কান্ট্রি ডিরেক্টর

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে হোয়ে ইউন জিয়ংকে নিয়োগ দিয়েছে।
জিওং বাংলাদেশে এডিবি’র কার্যক্রম পরিচালনা করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার, উন্নয়ন অংশীদার এবং স্টেকহোল্ডারদের সাথে নীতি সংলাপ করবেন।
তিনি বাংলাদেশের জন্য এডিবি’র আসন্ন কান্ট্রি পার্টনারশীপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রস্তুতি শুরু করবেন।
আজ এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
জিওং বলেন, বর্তমান সিপিএস ২০২৫ সালে শেষ হবে। ‘আমি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক বৈচিত্র ও টেকসই প্রবৃদ্ধির গতিপথের দিকে অগ্রগতিসহ ব্যাপক ভিত্তিক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার, উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আপেক্ষায় রয়েছি।’
তিনি বলেন, ‘অধিকতর সংহত ও টেকসই প্রবৃদ্ধি প্রক্রিয়ার উন্নয়নে অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহিষ্ণু ও শক্তিশালী উন্নয়নে সহায়তা অব্যাহত রাখা হবে।’
জিওংয়ের ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এরমধ্যে এডিবি’তেই ১৫ বছর। ব্যাংকে যোগদানের আগে তিনি রিপাবলিক অব কোরিয়ার কৌশল ও অর্থ মন্ত্রনালয়ে উর্ধ্বতন পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি ২০০৯ সালে অর্থনীতিবিদ হিসেবে এডিবি’তে যোগ দেন এবং আঞ্চলিক সহযোগিতা ও কার্যক্রমে ব্যাপকভাবে কাজ করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.