রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকা নারী ‘এ’ দলের কাছে হারলো বাংলাদেশ নারী ‘এ’ দল

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকা নারী ‘এ’ দলের কাছে হারলো বাংলাদেশ নারী ‘এ’ দল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সিরিজ জয় নিশ্চিত হবার পর ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলংকা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হারলো বাংলাদেশ নারী ‘এ’ দল। প্রথম তিন ম্যাচ যথাক্রমে- ৭ উইকেটে, ১০৪ রানে এবং ১০ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিলো বাংলাদেশ।
আজ কলম্বোর থুরস্টান কলেজ গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে ৯ ওভারে ৪০ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। এসময় ২ উইকেট নেন লেগ-স্পিনার ফাহিমা খাতুন।
এরপর পঞ্চম উইকেটে পিউমি ভাতসালাকে নিয়ে ৪৭ এবং ষষ্ঠ উইকেটে মালশা শেহানির সাথে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলংকাকে ২০ ওভারে ৫ উইেেট ১২৪ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন অধিনায়ক সাথিয়া সন্দীপনি।
দলের পক্ষে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৪৬ রান করেন সন্দীপনি। পিউমি ২৯ ও মালশা অনবদ্য ২১ রান করেন। বাংলাদেশের মারুফা আকতার ২১ রানে ও ফাহিমা ১৩ রানে ২টি করে উইকেট নেন। ৩২ রানে ১ উইকেট নেন জাহানার আলম।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন শামীমা সুলতানা ও তাজ নাহার। কিন্তু ৫৬ রানে চতুর্থ উইকেট পতনের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ২১ রানে ৫ উইকেট পতনে হারের লজ্জা পায় তারা। ১৯ দশমিক ৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় সফরকারীরা।
দলের পক্ষে শামীমা ৩৮, তাজ ১৫ ও স্বর্ণা আকতার ১৯ বলে ২৮ রান করেন।
আগামী বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

২৩৭ Views
CATEGORIES
Share This

COMMENTS