প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১:০০ অপরাহ্ণ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্য রিমান্ডে

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই পুলিশ কনেস্টবল শোয়াইবুর রহমান ও সজিব সরকারকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.