প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে দলীয় নিয়োগে খাদ্য বান্ধব ডিলার এখনো বহাল
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দলীয় নিয়োগ সাতটি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার ১৪ জন ও ফুলবাড়ী পৌরসভায় ওএমএস ডিলার ০৪ জন। গত আওয়ামীলীগ সরকারের আমলে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার ১৪ জন ও পৌরসভায় ওএমএস ডিলার ৪ জন নিয়োগ প্রাপ্ত হন, তারা এখনো বহাল রয়েছেন।
এলুয়াড়ী ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় ডিলার মোঃ আকবর আলী, মোঃ তরিকুল ইসলাম, আলাদিপুর ইউনিয়নে মোঃ মাহাবুব হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন, কাজিহাল ইউনিয়নে মোঃ আবুল কাশেম, মোঃ মহসিন আলী, বেতদিঘী ইউনিয়নে মোঃ এরফান আলী, মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়নে মোঃ এন্তাজুল হক, বিপন কুমার, দৌলতপুর ইউনিয়নে মোঃ সবুজ আলী, মোঃ নবিনুর ইসলাম, শিবনগর ইউনিয়নে মোঃ মহিদুল ইসলাম, মোঃ আজিজার রহমান। ফুলবাড়ি পৌরসভায় ওএমএস ডিলার মোঃ ওয়াহিদ সাদিক, আব্দুস সাক্তার, দীপলাল প্রসাদ ও মোঃ আব্দুল মজিদ সরকার। নিয়োগ কৃত খাদ্যবান্ধব ডিলার ও ওএমএস ডিলার এর সকলে সাবেক আওয়ামীলীগ সরকারের দলীয় নিয়োগ কৃত ডিলার। এ বিষয়ে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুধীরনাথ চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান এসব ডিলার গত সরকারের আমলে নিয়োগ কৃত, খাদ্য মন্ত্রনালয় থেকে কোনো নির্দেশ না আসায় তারাই বহাল আছেন। প্রত্যেকটি উপজেলায় খাদ্য কমিটি রয়েছে তারাই সিদ্ধান্ত নিবে। ফুলবাড়ি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আহম্মেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ করেননি।
এদিকে স্থানীয় মোঃ আবুল কালাম আজাদ জানান ওএমএস এবং খাদ্যবান্ধব ডিলার তারা সকলেই গত আওয়ামীলীগ সরকারের সময়ের নিয়োগ কৃত। তাই এদের এই নিয়োগ বাতিল করে নিরপেক্ষ লোকদেরকে নিয়োগ দেওয়ার দাবী জানাই।
Copyright © 2024 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.