শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুন্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

সীতাকুন্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দু’জনের মৃত্যু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুন্ডে এস এন করপোরেশন শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মারা গেলেন ৫জন।
শনিবার ভোর ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে মারা যান জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩)।
এ ঘটনায় আগে মারা গেছেন, জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ (২১), আহমেদ উল্লাহ (৩৮) ও আল আমিন (২৩)। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন নামক একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় পাম্পরুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় আটজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়ার সময় পথিমধ্যেই দগ্ধ আহমাদুল্লাহ মারা যান। পরে গত রোববার খাইরুল এবং সোমবার আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যু হয়।

১৮৪ Views
CATEGORIES
Share This

COMMENTS