সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি আগের চেয়ে  বৃদ্ধি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে আগামী  ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। এতে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আজ বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বাসসকে এ কথা জানান।
ইতোমধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উক্ত ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিমান সূত্র  জানায়,  যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

২৯১ Views
CATEGORIES
Share This

COMMENTS